শিরোনাম: |
গুলশানে ১৪ তলা একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত
ভোরের পাতা ডেস্ক
|
![]() গুলশানে ১৪ তলা একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ওই বহুতল ভবনে সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কার্যালয় এবং এনসিসি ব্যাংকের বারিধারা শাখা রয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গুলশান-২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর বাসার ১৪ তলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনটির এসি কন্ট্রোল রুম থেকে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এর আগে ডিএমপি গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বাংলানিউজকে বলেন, ওই ভবনে এসি বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, ‘দুপুরে ভবনটিতে হঠাৎ এসির বিস্ফোরণ ঘটে। এ সময় ভবনের নিচতলায় ভিসা সেন্টারে আগুন লেগে যায়। এতে ভবনে কর্মরত ছয় কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |