বলিউড আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। বিগ বসের ঘরে আছেন এই গ্ল্যামারকন্যা। কিন্তু সেখানে নিজের দাপট দেখাচ্ছেন বলে অনেকে মন্তব্য করেন। এদিকে অভিনেত্রী জাসমিন ভাসিন তার ফাটিয়ে দিয়েছেন বলেও অভিযোগ করেন। এমনটি ঘটেছে রিয়ালিটি শো ‘বিগ বস’-এর অন্দরমহলে। মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে শোয়ের নতুন এপিসোডের প্রোমো। আর তাতে রাখির দাবি, তার নাক ফাটিয়ে দিয়েছেন টেলিভিশন অভিনেত্রী তথা শোয়ের প্রতিযোগী জাসমিন ভাসিন। রিয়ালিটি শোয়ের নতুন নতুন প্রতিযোগীদের সঙ্গেই দেখা যাচ্ছে রাখির মতো পুরনো প্রতিযোগীদের। ঘরের ভিতরে ঢুকেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নিজের দাপট দেখাতে শুরু করেন তিনি। প্রোমোয় রাখিকে বলতে দেখা যাচ্ছে, যে গুপ্তচরবৃত্তি করবে তার যেন পা ভেঙে যায়। অভিশাপ দিতেও শুরু করেন তিনি। রাখির এই আচরণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আলি গোনি ও তার প্রিয় বান্ধবী জাসমিন ভাসিন। জাসমিনের রাগের সীমা ছাড়িয়ে গেলে একটি মুখোশ এনে রাখির মাথায় বসিয়ে দেন। এর পরই রাখি চিৎকার করে বিলাপ করতে থাকেন তার নাক ভেঙে দিয়েছেন জাসমিন। মাইকও ছুড়ে ফেলে দেন তিনি। ডাইনিং টেবিলে মাথাও ঠুকতে থাকেন তিনি। বিগ বসের ঘরে কথাযুদ্ধ, ধাক্কাধাক্কির ঘটনা প্রায়ই ঘটে থাকে। তবে নাক ভেঙে দেওয়ার মতো ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেনি। তবে দর্শকদের অনেকের দাবি, রাখি অতিরিক্ত নাটক করছেন। এমন কিছুই তার হয়নি। ইচ্ছে করেই জাসমিনকে নেগেটিভ দেখানোর চেষ্টা করছেন তিনি।