প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ২:০২ পিএম | প্রিন্ট সংস্করণ
হাফ সেঞ্চুরি করলেন মডেল-অভিনেতা আমান রেজা। প্রাণ ফ্রুটো বিজ্ঞাপনের মধ্য দিয়ে বিজ্ঞাপনে হাফ সেঞ্চুরি করলেন তিনি। ২৮ অক্টোবর প্রাণ ফ্রুটোর একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেন এই অভিনেতা। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন রেবেকা সুলতানা দীপাকে। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন বাপ্পা মাহমুদ। রাজধানীর মধুমতি মডেল টাউনে এর দৃশ্যধারণ হয়েছে। অর্ধশত বিজ্ঞাপনে কাজ করতে পেরে বেশ খুশি আমান, ‘এটা আমার জন্য একটা মাইলফলক। সিনেমায় কাজ করলেও সময় রেখে বিজ্ঞাপনে অংশ নিতাম। বিষয়টি বেশ উপভোগ্য আমার কাছে।’ তিনি জানান, ২০১০ সাল থেকে বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। শুধু বাংলাদেশ নয়, আমান এর আগে বিদেশি বিজ্ঞাপনেও কাজ করেছেন। যার মধ্যে একটি ভারত সরকারের অর্থায়নে। কাজ করেছেন লন্ডনের বিজ্ঞাপনচিত্রেও। ২০০৮ সালে চলচ্চিত্র দিয়ে আগমন হয় আমান রেজার। এরপর বড়র পাশাপাশি ছোট পর্দাতেও নিয়মিত এসেছেন তিনি। এতে বেশিরভাগ কাজই করেছেন বিজ্ঞাপনচিত্রে।