শিরোনাম: |
বন্দর গ্রাম গণহত্যা, চট্টগ্রাম
প্রাণ বাঁচাতে বন্দিরা সজোরে কালিমা পড়ছিল আর পাকসেনারা চালিয়ে ছিল গুলি
আরিফ রহমান
|
![]() ফাইল ছবি গণহত্যার শিকার হন রুহিনী সেন। তিনি ছিলেন পরিচয়পত্রধারী চট্টগ্রাম বন্দরের একজন কর্মচারী। গণহত্যার তা-ব দেখে পরিচয়পত্রের ভরসা না কারে ঘর থেকে পাহাড়ের ঝোপের দিকে দৌড়াতে থাকেন তিনি। পিছু ধাওয়া করে দুই পাকিস্তানি সেনা। পা পিছলে পড়ে তিনি ধৃত হন সেনাদের হাতে। তাকে আনা হয় ক্যাপ্টেন আনোয়ারের সামনে। ক্যাপ্টেন বললেন, এর তো আইডেনটিটি কার্ড আছে, তাকে মারা যাবে না। দু’সেনার জবাবÑ ‘উওলোক হারামি-হামকো বহুত হয়রান কিয়া’। মুহূর্তেই গুলি। লুটিয়ে পড়ল রুহিনী সেন। এভাবে রাত ৪ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত এক নাগাড়ে ৪ ঘণ্টা তাণ্ডব চালিয়ে আরও ১৫৭ জনকে জড়ো করা হয় বন্দর কমিউনিটি সেন্টারের কাছে পাহাড়ের টিলার নিচে সমতল ভূমিতে। চতুর্দিকে পাকিস্তানি সেনারা ঘেরাও করে রাখে বন্দিদের। টিলার উপরে ৪ টি মেশিনগান তাক করা হয় বন্দিদের দিকে। সেনা কর্মকর্তারা ওয়ারলেসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলছে। ধৃতরা বিশ্বাস করতে পারছে না এত লোককে একসাথে মারা হবে! হয়তো ছেড়েও দিতে পারে। ক্যাপ্টেন ওয়ারলেসে কথা শেষ করে সকল বন্দিকে ৪ লাইনে দাঁড় করানো শুরু করে। সকলে বুঝতে পেরেছে তাদের আর রক্ষা নেই। পাকিস্তানি সেনাদের মন গলার জন্য মুসলিম বন্দিরা সজোরে কালিমা পড়তে শুরু করেন। কিন্তু কালিমার শব্দ তাদের জীবন রক্ষা করতে পারল না। মুহূর্তে বাঁচার আকুতিতে গগন বিদারী কান্নায় আকাশ ভারী হয়ে আসে। যেন কান্না নয় কোনো ঝোড়ো হাওয়া। ক্যাপ্টেনের নির্দেশে গুলি ছুঁড়ছে সৈন্যরা। মুহূর্তেই শত শত গুলিতে ঝাঁঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়ল ১৫৬ জন গ্রামবাসী। যারা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল তাদের মৃত্যু নিশ্চিত করার জন্য পাকিস্তানি সেনারা একে একে সবাইকে পেটে বেয়নেট ঢুকিয়ে মৃত্যু নিশ্চিত করছিল। গণহত্যা থেকে একমাত্র বেঁচে যান কালু সিংহ। একই সময়ে নিকটবর্তী গোয়ালপাড়ায় জড়ো করা ৩৪ জনকেও একই কায়দায় গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে একে একে হত্যা করা হয়। সতীশ মহাজনের বাড়িতে ৯ জন এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও ১৩ জনসহ সেদিন এ গ্রামে ২২৮ জন নিরীহ গ্রামবাসী ও আশ্রিত মানুষকে হত্যা করে পাকিস্তানি হানাদার ও এদেশীয় দোসররা। সেদিন মৃত্যুপুরী হয়ে উঠেছিল এই গ্রাম। এ গণহত্যার দৃশ্য যারা দেখেছে তারা আজও ভুলতে পারেনি লোমহর্ষক এ গণহত্যার তাণ্ডব। শত শত লাশ পড়ে ছিল খোলা আকাশের নিচে। ঝাঁকে ঝাঁকে শিয়াল কুকুর হামলে পড়ে লাশ ভক্ষণে। বহুদূর থেকে ঝাঁক বেঁধে উড়ে এসেছে শকুনের দল। কয়েকদিন যেতে না যেতেই পচন ধরে সেইসব লাশে। বীভৎস গন্ধে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। সেইসব লাশ মাটিতে পুঁতে রাখবে- সেই মানুষও পাওয়া যায়নি গ্রামে। পাক সেনাদের ভয়ে বন্দর গ্রামের দিকে মানুষ হাঁটেনি অনেকদিন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |