ভোলা-৩ আসনের সংসদ সদস্য এবং লালমোহন আওয়ামীলীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে । অর্থনীতির সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে । যার ফলে বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হচ্ছে । বিশ্বের বিভিন্ন অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক গণমাধ্যম বিভিন্নভাবে বাংলাদেশকে প্রশংসা করছে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রের বিরুদ্ধে ষরযন্ত্রকারীদের কোন ছাড় দেওয়া হবে না।
শনিবার ( ২৮ নভেম্বর ) বিকালে জাতীয় শ্রমিকলীগ লালমোহন উপজেলা ও পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ এবং মহান বিজয় দিবস উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিশাল মিছিল শেষ করে লালমোহন বাজার চৌরাস্তার মোড়ে জন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তিনি।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির পঞ্চায়েতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি দিদারুল ইসলাম অরুন, সম্পাদক ফকরুল আলম হাওলাদার , উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।