আমাদের দেশে করোনার অফিসিয়াল অস্তিত্ব ধরা পড়ার পর থেকে পার হতে চলেছে প্রায় ১০ মাস। প্রথম দিকে এটা নিয়ে যতটা অতঙ্ক এবং ভোগান্তি ছিলো সেটা এখন অনেকটা কেটে গেছে। কিন্তু শীতে করনার প্রকোপ বাড়তে পারে আবার। শীতে করোনার প্রকোপ বাড়ে জানিয়ে সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথায় আছে ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।’ করোনাভাইরাসের ক্ষেত্রে কথাটি আরও বেশি প্রযোজ্য। তাই বাঁচতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে। কেবল আইন মানার জন্য নয়, নিজের জীবনের ঝুঁকি এড়ানোর জন্যও। তাই করোনার দ্বিতীয় ঢেউতে স্বাস্থ্য নির্দেশনা আরও কঠোরভাবে মানতে হবে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ১৭০ তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন, ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন। দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ বলেন, পৃথিবীব্যাপী কোটি কোটি মানুষ কোভিডের আক্রমণে অসহায় হয়ে পড়েছেন। আতঙ্কগ্রস্থ হয়ে অনেকে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে কোনরকমে দিনপার করে চলেছেন। করোনায় খাবার গ্রহণের বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ হচ্ছে ‘পানি বেশি করে খাবেন। তরল খাবার বেশি করে খাবেন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার- টাটকা শাকসবজি, ফলমূল, সবুজ শাকসবজি খাবেন। প্রোটিনসমৃদ্ধ খাবার খাবেন। মহামারির এই সময়ে বাঁচতে হলে স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। বিশেষ করে অবশ্যই মাস্ক পরতে হবে। নিজেরা মানার পাশাপাশি এ ব্যাপারে অন্যদেরও সচেতন ও সতর্ক করতে হবে। আপনার সুস্থতা আপনার হাতে। আক্রান্তদের সহজে চিকিৎসাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। সহজলভ্য করতে হবে শনাক্তকরণ। এছাড়া ভাইরাস প্রতিরোধে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। করোনা ভাইরাস আজ সারা পৃথিবীর ধনী, গরীব নির্বিশেষে সবাইকে গ্রাস করে ফেলছে। উন্নত সকল দেশেই এখন উন্নয়নমুলক কাজ বন্ধ রয়েছে। আমরা সবাই জানি বাংলাদেশ একটি দুর্যোগ পূর্ণ দেশ। আমরা এর আগেও বন্যা, খরা, গুর্নিঝর সহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করে এসেছি। এই সকল দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী ছিল আমাদের আস্থার প্রতীক। বর্তমানেও তিনি করোনা দুর্যোগ সহ বন্যা মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছেন যা সর্বমহলে প্রসংশিত।