দির্ঘ দিন যাবৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গরুর খামার
রহস্যজনক কারনে প্রশাসন নিরব
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২০, ৬:২৬ পিএম | অনলাইন সংস্করণ
দির্ঘ দিন যাবৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গরুর খামার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলার বালুচর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘ দিন যাবৎ জোরপুর্বক গরুর খামার পরিচালনা করে আসছে। রহস্যজনক ভাবে নীরব রয়েছে উপজেলা প্রশাস। স্থানীয় লোকজন লিখিত অভিযোগ করেছেন উপজেলা প্রশাসন বরাবর তার পরে-ও কোনো কাজে আসছে না। স্থানীয় লোকজন প্রশ্ন তির ছোরছেন উপজেলা প্রশাসন বরাবর।
সরেজমিনে গিয়ে দেখা যায় সুফিয়া খাতুন স্বামী আব্দুল কাদিরসহ তাদের পরিবার বসবাস করেন এবং দীর্ঘ দিন যাবৎ ১০ /১২ টি গরু পালন করে আসছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনে। এ বিষয়ে সুফিয়া খাতুনের সাথে কথা বলে জানান সে ২০/২২ বছর যাবৎ এ ভবনেই থাকেন এবং গরু পালন করে তার সংসার চলে।
দির্ঘ দিন যাবৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গরুর খামার
এ বিষয়ে বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর সিদ্দিক, উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদসহ উপজেলা প্রশাসন বহুবার বক্তব্য দিয়েছেন যে এ স্বাস্থ্য কেন্দ্র থেকে তাদেরকে দ্রুত সরিয়ে নেওয়া হবে। কিন্তু এখনো কোনো কাজেই হয় নাই।