করোনাভাইরাস লকডাউনের পর বাণিজ্যিক ফ্লাইট চালুর অনুমতি দেওয়ার কয়েক দিনের মধ্যে শুক্রবার পাকিস্তানের লাহোর থেকে করাচির উদ্দেশে ছেড়ে যায় এ৩২০ বিমানটি। করাচি বিমানবন্দরে নামার কয়েক কিছুক্ষণ আগে এটি একটি আবাসিক এলাকার ওপর বিধ্বস্ত হয়। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে আবাসিক এলাকার বাড়িঘরও ক্ষতিগ্রস্থ হতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুই থেকে তিন বার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়। শাকিল আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, বিমানটি প্রথমে একটি মোবাইল টাওয়ার ও পরে বাড়িঘরের ওপর বিধ্বস্ত হয়।
সিন্ধু প্রদেশের স্বাস্থ্য মন্ত্রীর মিডিয়া সমন্বয়ক মিরান ইউসুফ জানিয়েছেন, বিমানের বেঁচে যাওয়া দুই আরোহীকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের একজন ব্যাংক অব পাঞ্জাবের প্রেসিডেন্ট জাফর মাসুদ। ও অপরজনের নাম জুবায়ের বলে জানান তিনি।