ভ্রাম্যমাণ মানুষের হাত ধোয়ার ব্যবস্থা করলেন দশমিনা ছাত্রলীগ সভাপতি
দশমিনা প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২০, ৮:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
ভ্রাম্যমাণ মানুষের হাত ধোয়ার ব্যবস্থা করলেন দশমিনা ছাত্রলীগ সভাপতি
পটুয়াখালীর দশমিনায় “হাত ধুবেন বারবার, ঝুঁকি কমবে করোনার” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার ২৫ মার্চ সকাল থেকে করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য সচেতন বৃদ্ধির স্বার্থে সাবান পানির ব্যবস্থা করেছে দশমিনা উপজেলা ছাত্রলীগ।
জরুরী প্রয়োজনে শহরের অবস্থানরত ভ্রাম্যমান মানুষের হাত পরিষ্কার রাখার মাধ্যমে নিজেকে নিরাপদ রাখার সুযোগ করে দিতে এ উদ্যোগ নিয়েছে উপজেলা ছাত্রলীগের সভাপতি সবুজ মহল্লাদার। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে জনগণের মাঝে পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষার জন্য হাত ধোয়ার সাবান পানির ব্যবস্থা এবং সকলকে পরিস্কার পরিছন্ন থাকতে বলেছেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সবুজ মহল্লাদার বলেন জরুরী মুহুর্তে প্রতিটি মানুষ বাহিরে বের হয়ে আগে হাত ধুতে হবে। তিনি নিজে নিরাপদ থাকবেন এবং অন্যকেও নিরাপদে রাখবেন।