প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২০, ১:১৪ পিএম | অনলাইন সংস্করণ
চকবাজারে নকল কসমেটিকের বিরুদ্ধে র্যাবের অভিযান
রাজধানীর চকবাজারের নকল কসমেটিকসের কারখানায় অভিযান শুরু করেছে র্যাব। রোববার রাতে চকবাজারের দেবিদাস ঘাট লেনে এই অভিযান শুরু হয়।
অভিযান পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে একটি ঘরে নকল কসমেটিকসের কারখানা পাওয়া যায়। সেখানে বিভিন্ন পাতিলে বিপুল পরিমাণ নকল ক্রিম ও লোশন তৈরির কাচামাল পাওয়া গেছে।
ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, নকল কসমেটিকস পণ্যের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।