ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বাবুল উপজেলার সীমান্তবর্তী তুরুং গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সময়ের আলো’কে বলেন, ওই যুবক সীমান্ত এলাকায় সুপারি বাগানে গেলে ভারতীয় খাসিয়ার গুলিতে তার মৃত্যু হয়। প্রায় দুই মাস আগেও একইভাবে আরেক যুবক খাসিয়ার গুলিতে মারা যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।