বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪ আশ্বিন ১৪৩১

শিরোনাম: ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ    নিউইয়র্কে হচ্ছে না ইউনূস-মোদির বৈঠক    জাতিসংঘের ই-গভর্নমেন্টে ১১ ধাপ উন্নতি বাংলাদেশের    সালমান ও আনিসুল হক ফের ৫ দিনের রিমান্ডে    নভেম্বর থেকে পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান    ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬৫    ঋণখেলাপি স্বামী-স্ত্রীকে দুবাই থেকে ফিরিয়ে আনার নির্দেশ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শেখ হাসিনার ৫ ভাইসহ আ.লীগ ২১৫ নেতা-কর্মীর নামে মামলা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৬ পিএম | অনলাইন সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাই শেখ হেলাল, শেখ জুয়েল,শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বাবু ও  সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক এমপি বেগম মন্নুজান সুফিয়ান, এস এম কামাল হোসেন, আব্দুস সালাম মূর্শিদীসহ আওয়ামী লীগের ২১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।



গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে খুলনার ফুলতলা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলাটি দায়ের করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার। মামলা নম্বর ৩।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিএনপি’র নেতা-কর্মীরা ২০২২ সালের ২২ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ফুলতলা শিকিরহাট ঘাট থেকে ট্রলার যোগে খুলনা মহাসমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। নেতা-কর্মীদের নিয়ে ট্রলারগুলো বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল কাটাবন নামক স্থানে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আধুনিক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এর আগে একই ঘটনায় আরও দুটি মামলা হয়েছে।

এ মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন- সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন অর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ নান্নু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, সাবেক ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, সাবেক রূপসা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিব, সাবেক রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন পল্টু, রূপসা কলেজের অধ্যক্ষ আবদুস সালাম ফকির, রূপসার ইউপি চেয়ারম্যান বুলবুল ও জাহাঙ্গীর, ফুলতলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃণাল হাজরা, খানজাহানআলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, সংগঠনিক সম্পাদক শেখ কামাল হোসেন, দিঘলিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী রহিম, গাজীরহাট ইউপি চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, তার ভাই যুবলীগ নেতা হামিম মোল্লা, দিঘলিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন শেখসহ খালিশপুর, খানজাহান আলী থানা, দিঘলিয়া, রূপসা, তেরখাদা উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২১৫ নেতাকর্মী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/ADDDDDD.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]