প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৩:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো আজ মঙ্গলবার থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জরুরি অনলাইন সিন্ডিকেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সভাপতিত্ব করেন।
জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (৬ আগস্ট) থেকে হল খোলা, হলে বৈধ শিক্ষার্থীদের উঠানো ও হলসমূহের সেবা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু করা হবে।