::সিনিয়র প্রতিবেদক::
ছাত্রলীগের সভাপতি এম সাইফুর রহমান সোহাগকে সরাসরি প্রশ্ন করে বসলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সার্জেন্ট জহিরুল হক হলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল। তিনি সোহাগের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, কোটা সংস্কার আন্দোলনে নিরব ভূমিকা পালন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে কত টাকা নিয়েছেন?
সোমবার দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে এ প্রশ্ন তোলার সঙ্গে সঙ্গে ছাত্রলীগের সভাপতির অনুসারীরা প্রশ্নকর্তা বুলবুল এবং তার একজন কর্মী মিশকাতের ওপর হামলা করে। এছাড়া কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরেফিন সিদ্দিক সুজনকেও মারধর করা হয়। এছাড়া বর্তমান কমিটির উপ নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক মিশুকে আহত করা হয়।
এ হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন মিশকাত।
এ হামলার ঘটনার আগে ছাত্রলীগের সহ-সভাপতি আরেফিন সিদ্দিক সুজন সংগঠনের সভাপতি এম সাইফুর রহমানের কাছে জানতে চান, সর্বশেষ কোটা বিরোধী আন্দোলনে যেসব ছাত্রলীগ নেতারা নেপথ্যে অথবা প্রকাশ্যে সমর্থন বা উসকানি দিয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কেন ব্যবস্থা নেয়া হবে না? এমন প্রশ্নের পরও ক্ষেপে যান এম সাইফুর রহমান সোহাগ।