বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ২ জ্যৈষ্ঠ ১৪৩১

শিরোনাম: গুলিবিদ্ধ হয়ে প্রাণসংকটে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী    বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছেন শান্ত-সাকিবরা    ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ    বিশ্বাস পুনর্নির্মাণের জন্য আমি গত দুইদিন ধরে বাংলাদেশ সফর করছি : ডোনাল্ড লু     ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ    রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নব নিযুক্ত তিন বিচারপতি    র‍্যাব, শ্রমিক অধিকার ও মানবাধিকার বিষয়ে অগ্রগতি দেখতে চায় যুক্তরাষ্ট্র   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শিরোপা দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১১:০৫ এএম | অনলাইন সংস্করণ

এল ক্লাসিকোর স্কোয়াড থেকে আট পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এদিন বেশির ভাগ সময় বেঞ্চে বসেই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। দর্শকের ভূমিকাতেই জুড বেলিংহ্যাম, অ্যান্দ্রি লুনিনদের পুরো সময় কেটেছে। এরপরও জয় নিয়ে স্প্যানিশ লা লিগায় শিরোপা দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেল লস ব্ল্যাঙ্কোস শিবির।

শুক্রবার (২৬ এপ্রিল) রিয়েল এরিনা স্বাগতিক রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিয়েছে কিংস অফ ইউরোপ।

ঘরের মাঠে ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলে সোসিয়েদাদ। তবে এই আধিপত্যেও মাদ্রিদের কাছে হার এড়াতে পারেনি দ্য রয়েলরা।

ম্যাচের ২৯তম মিনিটে লিড পায় রিয়াল মাদ্রিদ। গোল করেন রিয়ালের হয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পাওয়া তুর্কী উইঙ্গার আরদা গুলার। ১৯ বছর বয়সী তুর্কির এই তরুণের গোলে নিখুঁত ক্রসে বলের জোগান দেন ড্যানি কারভাহাল।

ম্যাচের বাকি সময় সোসিয়েদাদের রক্ষণ দেয়াল ভেঙে ব্যবধান বাড়াতে পারেনি কার্লো আনচেলত্তির বাহিনী। অন্যদিকে ম্যাচের ৩২তম মিনিট ও ৭৩তম মিনিটে সফরকারীদের জালে বল জড়ায় সোসিয়েদাদ। কিন্তু দুটি গোলই বাতিল হয় যায়। ফলে ১-০ ব্যবধানের জয় নিয়েই রিয়াল মাদ্রিদকে সন্তুষ্ট থাকতে হয়।

এই জয়ের পর ৩৩ ম্যাচে ২৬ জয়ে ৮৪ পয়েন্ট নিয়ে সবার ধরা ছোঁয়ার বাইরে কিংস অফ ইউরোপ। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে অবস্থান করছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।








ভোরের পাতা/আরএস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]