Day: জুন ২৩, ২০১৫

তেল অপসারণে অয়েল বোম বসেনি

বোয়ালখালী বেঙ্গুরা এলাকায় রেলসেতু ভেঙে খালে ডুবে যাওয়া তিনটি ওয়াগন থেকে ছড়িয়ে পড়া ফার্নেস অয়েল অপসারণে অয়েল বোম বসানোর কথা থাকলেও এখনো পর্যন্ত তা বসানো হয়নি। নদীতে তীব্র স্রোতের কারণে তা বসানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।